• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুনামগঞ্জে জুয়াড়ি ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৮ জন আটক  

  দোয়ারাবাজার প্রতিনিধি, সুনামগঞ্জ

১৬ জুন ২০১৯, ২১:৫৮
আটক
পুলিশের অভিযানে আটককৃত ৬ জুয়ারিসহ ২ জন আসামি (ছবি : দৈনিক অধিকার)

সুনামগঞ্জের দোয়ারাবাজারে অভিযান চালিয়ে জুয়া খেলার উপকরণসহ ৬ জন জুয়াড়ি ও ২ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃত ৬ জন জুয়াড়ি হলেন- উপজেলার মাঠগাঁও গ্রামের মৃত হেকমত আলীর পুত্র আব্দুল হেলিম (৫৫), মৃত সুরুজ আলীর পুত্র সোনা মিয়া (৬০), সিরাজ উদ্দিনের পুত্র জালাল উদ্দিন (৫৫), মকবুল হোসেনের পুত্র মনির হোসেন (২০), দৌলতপুর গ্রামের আরব আলীর পুত্র অলি আহাদ (৪৭) ও শান্তিপুর গ্রামের ইসমাইলের পুত্র আফাজ উদ্দিন (৫৫)।

এ ঘটনায় গ্রেফতারকৃত পরোয়ানাভুক্ত আসামিরা হলেন- উপজেলার তেরাপুর গ্রামের মৃত তেরাব আলীর পুত্র ছায়াদ মিয়া ও লক্ষীপুর গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র জমির হোসেন।

শনিবার (১৫ জুন) রাত অনুমানিক সাড়ে ১০টার সময় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাঠগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা যায়, এসআই মনিতোষ পালের নেতৃত্বে এএসআই শ্যামল কানু, এএসআই জামাল মিয়া ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাঠগাঁও গ্রামের আব্দুল কাদিরের পুত্র জসিম উদ্দিনের দোকানের বারান্দা থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় দোকানের মালিক আব্দুল কাদিরের পুত্র জসিম উদ্দিন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাশেম জানান, আটককৃতদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের রবিবার (১৬ জুন) সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে । এছাড়া পলাতক আসামি জসিম উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড