• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাইজভাণ্ডার দরবারে গেলেন ভারতীয় হাইকমিশনার

  কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম

১৬ জুন ২০১৯, ২০:২১
পরিদর্শন
ভারতীয় হাইকমিশনারের মাইজভাণ্ডার দরবার শরীফ পরিদর্শন (ছবি : দৈনিক অধিকার)

আধ্যাত্মিক সাধনার অনন্য তীর্থস্থান এশিয়ার বিখ্যাত মাইজভাণ্ডার দরবার শরীফ পরিদর্শনে গেলেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ।

রবিবার (১৬ জুন) দুপুরে ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফ পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার। রীভা গাঙ্গুলী দাশের আগমন উপলক্ষে দরবার শরীফ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান ও স্থানীয় বিশিষ্টজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় রীভা গাঙ্গুলী দাশ বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে। এ সময় মাইজভান্ডার দরবার শরীফ পরিদর্শন ও বিভিন্ন রওজা শরীফে শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় হাইকমিশনার।

বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুজিবুল হক চৌধুরী, তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী প্রমুখ।

উপজেলার বক্তপুর ইউপি চেয়ারম্যান এস.এম. সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, শাহনেওয়াজ চৌধুরী, আবু তালেব চৌধুরী, রশিদ উদ্দীন চৌধুরী কাতেব, হিন্দু-বৈদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাস্টার রতন কান্তি চৌধুরী প্রমুখ।

উল্লেখ, এর আগে রীভা গাঙ্গুলী দাশ সকালে রামগড় ফেনী নদীর উপর নির্মাণাধীন ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু পরিদর্শন করেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড