• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রমিককে মারধর : বাস চলাচল বন্ধ

  বরিশাল প্রতিনিধি

১৫ জুন ২০১৯, ১৬:০১
বাস টার্মিনাল
রুপাতলী বাস টার্মিনাল (ছবি : দৈনিক অধিকার)

ঝালকাঠিতে বাস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে দক্ষিণাঞ্চলের আটটি রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

পূর্ব শত্রুতার জেরে বরিশাল নগরের রুপাতলী বাস টার্মিনালে শনিবার (১৫ জুন) সকালে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে আল-ক্রোরাই বাসের চালক শ্রমিক নেতা মিলন হাওলাদারের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এ সময় রুপাতলী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপনের লালিত ক্যাডার রিয়াজ ও তার সমর্থকরা ঝালকাঠির শ্রমিকদের টার্মিনাল থেকে সরে যাওয়ার হুমকি দেয়।

এতে জীবনের নিরাপত্তা শঙ্কায় বাস চলাচল বন্ধ করে দেয় ঝালকাঠির বাস শ্রমিকরা। আহত মিলন হাওলাদারকে উদ্ধার করে প্রথমে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বাধা প্রদান করে প্রতিপক্ষ। পরে খবর পেয়ে মিলনের স্বজনরা ঝালকাঠি সদর হাসপাতালে তাকে ভর্তি করে।

এ ঘটনায় বরিশাল থেকে সরাসরি দক্ষিণাঞ্চলের সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে তারা বরিশাল নগরের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কালিজিরা ব্রিজের ওপারে নিজেদের নিয়ন্ত্রিত রায়পুরা এলাকায় অস্থায়ী বাস টার্মিনালে অবস্থান নেন।

আহত মিলন জানায়, পূর্ব শত্রুতার কারণে রুপাতলীর বাস মালিক সমিতির নেতা, শ্রমিকরা আমার ওপর হামলা চালায়।

ঝালকাঠি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী মুঠোফোনে জানান, শনিবার সকালে রুপাতলী বাসস্ট্যান্ডে আমাদের শ্রমিকদের মারধরের ঘটনায় বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট কোনো সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড