• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বামী পক্ষের দাবি আত্মহত্যা, বাবা পক্ষের দাবি হত্যাকাণ্ড

  মেহেরপুর প্রতিনিধি

১৫ জুন ২০১৯, ১৫:৩৬
মেহেরপুর
গৃহবধূর মৃত্যু নিয়ে দুই পরিবারের ভিন্ন অভিযোগ উঠেছে

মেহেরপুরের মুজিবনগরে শাহানাজ খাতুন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু নিয়ে দুই পরিবারের ভিন্ন অভিযোগ উঠেছে। স্বামী পক্ষের দাবি আত্মহত্যা আর পিতা পক্ষের দাবি হত্যাকাণ্ড। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ শনিবার (১৫ জুন) ময়না তদন্তের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

শুক্রবার রাত দশটার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহনাজের মৃত্যু হয়। তার ১০ বছর বয়সী এক মেয়ে রয়েছে।

তবে পুলিশের প্রাথমিক তদন্তে আত্মহত্যার চিত্র উঠে এসেছে। শাহানাজ খাতুন মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের সোহেল রানার স্ত্রী।

জানা গেছে, বছর দশেক আগে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামে শাহনাজের সাথে বিয়ে হয় সোহেল রানার। দাম্পত্য জীবনের শুরু থেকেই তাদের কলহ বিরাজ করে আসছিল। এর জেরে শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে বিষপান করে শাহানাজ খাতুন। স্বামী পক্ষের লোকজন টের পেয়ে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই মেহেরপুর জেলা হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।

মেহেরপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আহসানুল কবির বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

শাহনাজের মা মালেকা খাতুন বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী ও তার পরিবারের লোকজন তাকে হত্যা করেছে বলে ধারণা করছি আমরা।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে বিষপানে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ কেউ দেয়নি। শুনেছি দুই পক্ষ সমঝোতা করছে। তবে অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড