• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্রামের কথা বলে যাত্রীকে ধর্ষণের চেষ্টা

  সোনারগাঁও প্রতিনিধি, নারায়ণগঞ্জ

১৫ জুন ২০১৯, ১৪:৫৯
হেলপার
আটক হেলপার (ছবি : দৈনিক অধিকার)

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাসে ধর্ষণের চেষ্টার ঘটনায় ভিকটিমের জবানবন্দি রেকর্ড করেছে আদালত। বুধবার (১২ জুন) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর নাহার ইয়াসমিনের আদালত ওই জবানবন্দি গ্রহণ করেন। এ সময় ভুক্তভোগী তরুণী তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

ভিকটিম জানায়, গত ১০ জুন গজারিয়া যাওয়ার উদ্দেশে রাত ৯টায় স্বদেশ পরিবহণের বাসে উঠেন তিনি। পথিমধ্যে মোগড়াপাড়া চৌরাস্তায় এসে সকল যাত্রী নেমে যায়। ওই তরুণী যাত্রীদের সঙ্গে নেমে যাওয়ার সময় অভিযুক্ত চালক শামীম তাকে মেঘনা ঘাট নামিয়ে দেওয়ার কথা বলে বাসে বসতে বলে। কিছু দূর এগোতেই শামীম বিশ্রামের কথা বলে হেলপারের হাতে বাস চালনার দায়িত্ব দেয়। আর শামীম এসে বসে তরুণীর কাছে। এর পরেই শামীম তার স্পর্শকাতর স্থানে হাত দেয়ার চেষ্টা করে। ওই তরুণী তাকে বাধা দিলে জোর পূর্বক জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায় চালক শামীম। এ সময় ওই তরুণীর চিৎকার চেঁচামেচির এক পর্যায়ে স্থানীয়রা বাস থামালে হেলপার পালিয়ে যায় এবং চালক শামীমকে গণধোলাই দিয়ে পুলিশে প্রেরণ করে।

এ ঘটনায় ১১ জুন মঙ্গলবার সকালে ওই তরুণী বাদী হয়ে সোনারগাঁও থানার মামলা দায়ের করেন। বুধবার মামলার শুনানির দিন ধার্য হলে শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডকৃত শামীম সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী মধ্যপাড়া এলাকার আব্দুর রবের ছেলে। তিনি ঢাকা সোনারগাঁও রুটের স্বদেশ পরিবহণের বাস চালক।

এ দিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চালকের সহযোগী নিরব নামের ওই হেলাপারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুন) বিকালে ঢাকার সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিরব উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার আব্দুল আলীর ছেলে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড