• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নদী পার হতে গিয়ে ২ শিশুর মৃত্যু

  সারাদেশ ডেস্ক

১৫ জুন ২০১৯, ১১:৪২
মৃত্যু
ছবি : প্রতীকী

নীলফামারীর সৈয়দপুর খড়খড়িয়া নদীতে ডুবে দুই শিশু মারা গেছে।

শুক্রবার (১৪ জুন) দুপুরের পর সৈয়দপুর শহর রক্ষা বাঁধ সংলগ্ন বুড়িরকুড়া নামক স্থানে খড়খড়িয়া নদীতে এ ঘটনা ঘটে। নিহতেরা হলো- কুরবান আলী (১০) ও মেরাজ আলী (১২)।

কুরবান আলী শহরের কাজিপাড়ার বাদল হোসেন ও মেরাজ হলেন একই এলাকার আবেদ আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুরবান ও মেরাজসহ একদল শিশু ঘটনাস্থলের কাছের একটি জাম গাছে উঠে। এরপর তারা নদী পার হয়ে বট গাছে উঠার পরিকল্পনা করে। এ সময় পরিকল্পনা অনুযায়ী কুরবান আলী ও মেরাজ নদীতে নামে। পরে মাঝখানে গিয়ে তারা ডুবে যায়।

এ সময় অন্যন্য বন্ধুরা তাদেরকে বাঁচাতে গেলে নদীর গভীরতার ভয়ে নিচে না নেমে পাটের রশি ছড়িয়ে ওই দুই কিশোরকে বাঁচানোর চেষ্টা করে। তারা ব্যর্থ হলে নদীর ওপরে উঠে চিৎকার করতে থাকে। পরে তাদের চিৎকারে পথচারীসহ রাখালরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জাকিয়া সুলতানা তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর কাজী হায়দার আলী।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড