• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হবিগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

  চুনারুঘাট প্রতিনিধি, হবিগঞ্জ

১৪ জুন ২০১৯, ১৭:৫০
নিহত
বজ্রপাতে নিহত কলেজছাত্র সুজন মিয়া (ছবি : দৈনিক অধিকার)

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুজন মিয়া নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ জুন) সকাল ৬টার দিকে উপজেলার ১ নম্বর গাজীপুর ইউনিয়নের আলিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র আলিনগর (মেম্বার বাড়ি) গ্রামের সফিক মিয়ার একমাত্র ছেলে। সে গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজের এইচএসসির ছাত্র।

জানা যায়, শুক্রবার (১৪ জুন) ভোরে বৃষ্টির মধ্যে শখের বসে বাড়ির পাশের জমিতে মাছ ধরতে যায় সুজন। এ সময় বজ্রপাতে আহত হলে তাৎক্ষণিকভাবে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে মারা যাওয়া গরু ও মহিষ (ছবি : দৈনিক অধিকার)

অন্যদিকে, ঠিক একই সময়ে উপজেলার দেওরগাছ ইউনিয়নের চন্ডীছড়া চা বাগানের ‘বেলাবিল কানা লাল মুন্ডা’র গোয়াল ঘরে বজ্রপাতে একটি মহিষ ও একটি গরু মারা যায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড