• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাস্তার ওপর চলছে তাদের জীবন ও জীবিকা

  আড়াইহাজার প্রতিনিধি

১৪ জুন ২০১৯, ০৯:৫৬
সড়ক
সড়কে বসবাস তাদের

নারায়ণগঞ্জের আড়াইহাজারে টেকপাড়া গ্রামে রাস্তার ওপর জীবন ও জীবিকা চলছে একটি পরিবারের। এই পরিবারটির প্রধান ছিলেন মরহুম রফিউল্লাহ চৌকিদার। তিনি সারাজীবন সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চৌকিদারের দায়িত্বে ছিলেন। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সকলের মন জয় করেছিলেন।

তিনি মৃত্যুর পূর্বে স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। তার মৃত্যুর পর স্ত্রী ও সন্তানরা এই বসত ভিটায় বাস করছেন। এই বসতভিটার পাশ দিয়ে একটি রাস্তা কবরস্থানে গিয়ে মিলিত হয়। পরিবারটির তেমন কোনো জমি না থাকায় এই অল্প জায়গায় সবার থাকতে হচ্ছে। রান্না করার জন্য চুলা তুলেছেন রাস্তার ওপর।

অনেকটা মানবেতর জীবন চলছে তাদের কিন্তু সমাজে অসংখ্য বিত্তবান লোক থাকার পরও কেউ তাদের জন্য তেমন কোনো সাহায্যের হাত বাড়ায়নি। প্রতি বছর এই সমাজ থেকে অসংখ্য লোক হজ্বে যাচ্ছেন, দিচ্ছেন যাকাত ও ফেতরা কিন্তু তাদের জন্য কিছু করার কথা কেউ ভাবেনি। যাদের অনেক জমি আছে সেখান থেকে এক শতক জমিও কেউ দেয় না। তাদের বাড়ির পাশে রয়েছে ধনী ব্যক্তিরা কিন্তু তাদের কথা কেউ কোনোদিন ভাবেনি। নিরুপায় হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা।

হতদরিদ্র পরিবারের বড় ছেলে জামান বলেন, বাবার অল্প আয়ে কোনো রকমে সংসার চলেছে আমরা কেউ তেমন লেখাপড়া শিখতে পারিনি। রিকশা চালিয়ে ও ছোট একটা দোকান করে কোনো রকমে দুবেলা দুমুঠো খেয়ে পরে বেঁচে আছি। যেখানে তিনবেলার আহার যোগাতে হিমশিম খেতে হয় সেখানে জমি কিনবো কিভাবে? তাই পরিবারের লোকজন নিয়ে কোন রকমে বেঁচে আছি।

এ ব্যাপারে সাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান অদুদ মাহমুদ বলেন, তাদের আমি মেম্বারের মাধ্যমে বহুবার বিভিন্ন রিলিফ দিয়েছি। যদি সাতগ্রাম ইউনিয়নে সরকারিভাবে কোনো গৃহায়ন ও আশ্রয়ণ প্রকল্পের বরাদ্দ আসে তাহলে তাদের জন্য ব্যবস্থা করব সেই সাথে নিজেও ব্যক্তিগতভাবে কিছু করার চেষ্টা করব।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড