• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজবাড়ীতে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে দুই ওসি প্রত্যাহার

  রাজবাড়ী প্রতিনিধি

১৪ জুন ২০১৯, ০৮:১৭
রাজবাড়ীর দুই ওসি
কালুখালী থানার ওসি এসএম আবু ফরহাদ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি কামাল হোসেন ভুইয়া ( ছবি : দৈনিক অধিকার )

রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি কামাল হোসেন ভুইয়াকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নিবাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে তাদের প্রত্যাহারের এই নির্দেশনা দেওয়া হয়।

রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং অফিসার মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ১৮ জুন কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগে বৃহস্পতিবার বিকালে কালুখালী থানার ওসি এস.এম আবু ফরহাদ ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি কামাল হোসেন ভূইয়াকে প্রত্যাহার নির্দেশ দেন নির্বাচন কমিশন। নির্দেশনা পাবার পরপরই সন্ধ্যায় এই দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

বর্তমানে কালুখালী থানার ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন ওসি (তদন্ত) শহীদুল ইসলাম ও গোয়েন্দা পুলিশের ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন ওই বিভাগে কর্মরত পরিদর্শক জিয়ারুল ইসলাম।

ওডি/ এসএএফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড