• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

টঙ্গীতে ব্যবসায়ী হত্যা মামলার আসামি গ্রেফতার

  গাজীপুর প্রতিনিধি

১৪ জুন ২০১৯, ০১:৪১
টঙ্গীতে ব্যবসায়ী হত্যা
টঙ্গীতে ব্যবসায়ী হত্যা মামলায় প্রধান অভিযুক্ত মিন্টু মোল্লা। (ছবি : দৈনিক অধিকার)

গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায় ব্যবসায়ী চুন্নু হত্যা মামলার প্রধান আসামি মিন্টু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ জুন) দিবাগত রাতে র‌্যাবের বিশেষ একটি দল রাজধানীর যাত্রাবাড়ী সংলগ্ন শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

পরদিন বৃহস্পতিবার (১৩ জুন) র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিন্টু মোল্লাকে গ্রেফতারের এই বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত মিন্টু মোল্লা নোয়াখালীর রামদেবপুর গ্রামের বাসিন্দা আজিজ মোল্লার ছেলে।

র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম বলেন, ‘গত ০৯ জুন টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার বাসিন্দা আতাউর রহমান খান জুয়েলের বাসায় বেড়াতে আসেন তার সম্বন্ধী চুন্নু মিয়া। এ সময় বাসার সামনে রাস্তার উপর আসামী মিন্টু মোল্লা মোবাইল ফোনে উচ্চ স্বরে অশ্লীল ভাষায় কথা বলছিল।’

র‌্যাবের এই কর্মকর্তা এও বলেছেন, ‘আতাউর রহমান খান জুয়েল তার বাসার বারান্দা হতে আসামি মিন্টু মোল্লাকে উচ্চস্বরে কথা বলার জন্য নিষেধ করলে মিন্টু মোল্লা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে মিন্টু মোল্লার সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।’

মো. সারওয়ার-বিন-কাশেম আরও বলেন, ‘এ সময় মিন্টু মোল্লা প্যান্টের পকেট থেকে ছুরি বের করে চুন্নু ভুঁইয়ার বুকে ও পিঠে ছুরি দ্বারা আঘাত করে মারাত্মকভাবে জখম করে। পরে চুন্নু ভূঁইয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে মৃত্যুবরণ করেন।’

এই বিষয়ে টঙ্গী পূর্ব থানায় দায়ের কৃত হত্যা মামলার ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় গত রাতে মিন্টু মোল্লাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিন্টু মোল্লা ছুরি মেরে চুন্নু ভূঁইয়াকে হত্যার বিষয়টি স্বীকার করেছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ওডি/কেএইচআর

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড