• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাতক্ষীরায় বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ

  সাতক্ষীরা প্রতিনিধি

১৩ জুন ২০১৯, ১৬:১৪
সাতক্ষীরা
জব্দকৃত ফেনসিডিল (ছবি : দৈনিক অধিকার)

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৩ জুন) সাতক্ষীরার ভোমরা ও কাকডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ফেনসিডিল, মদ, পাতার বিড়ি, হরিনা চিংড়ী, চা পাতা, বাইসাইকেল ও গরুর পঁচা মাংস। তবে বিজিবি এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা ও কাকডাঙ্গা সীমান্তের স্ব-স্ব বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উপরোক্ত মালামালগুলো জব্দ করে। জব্দকৃত এসব মালামালের মূল্য ১ লাখ ২৮ হাজার ৪শ টাকা।

সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধের নিমিত্তে কঠোর নজরদারী এবং আভিযানিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড