• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেঘনায় নিখোঁজ হওয়া ছাত্রের লাশ উদ্ধার

  কুমিল্লা প্রতিনিধি

১৩ জুন ২০১৯, ১৪:৫৫
কলেজছাত্র
মৃত কলেজছাত্র

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর মোহনার অদূরে জেগে ওঠা চরে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নিখোঁজ হওয়া কলেজছাত্রের মৃতদেহ ভেসে উঠেছে।

বুধবার (১২ জুন) নিখোঁজ হওয়ার একদিন পর বৃহস্পতিবার (১৩ জুন) সাড়ে ১০টায় কলেজছাত্র রাফিদুল ইসলাম রাফির লাশের সন্ধান পাওয়া যায় ঘটনাস্থলের কাছেই।

রাফি বন কর্মকর্তা রফিকুল ইসলামের একমাত্র ছেলে। তাদের বাসা কুমিল্লার টমছম ব্রিজ এলাকায়।

জানা যায়, বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী চাঁদপুর মেঘনা নদীতে নিখোঁজ হয়। তাকে উদ্ধারে দমকল বাহিনীর ডুবুরিরা অভিযান চালিয়ে ব্যর্থ হয়।

রাশেদুল ইসলাম রাফির সহপাঠী রুবায়েদ সাবাব সাংবাদিকদের জানান, বুধবার সকালে তারা ৮ বন্ধু চাঁদপুর বেড়াতে আসে। এ সময়ে তারা মেঘনা নদীর চরে যায়। সবাই মিলে পানিতে নেমে সাঁতার কাটে। বেলা পৌনে ১টায় জোয়ারের পানি বৃদ্ধি পেলে সাঁতার না জানায় রাশেদুল ইসলাম রাফি পানিতে তলিয়ে যায়।

বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলেও রাফির সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে চাঁদপুর নৌ-দমকল বাহিনীর ডুবরিরা এসে সন্ধান করতে থাকে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড