• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মশালা

  বরগুনা প্রতিনিধি

১৩ জুন ২০১৯, ১৩:২৬
কর্মশালা
শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা (ছবি : দৈনিক অধিকার)

শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টায় বরগুনা বাংলাদেশ ও লোকবেতারে যৌথভাবে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিচুর রহমান।

তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। প্রতিটি শিশুকে যদি আপন সন্তান হিসেবে আমরা মনে করি তাহলে শিশু সহিংসতা বন্ধ হবে। তাই সকলের উচিত শিশু নির্যাতন বা সহিংসতা বন্ধ করার বিভিন্ন পদক্ষেপ নেওয়া ও শিশু নির্যাতনের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পদক্ষেপ তুলে ধরেন। শিশু নির্যাতনের প্রতিহত করার জন্য সকলের প্রতি অনুরোধও জানান তিনি।

এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল, জেলা শিক্ষা অফিসার মো. শাহাদাত হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমএম মিজানুর রহমান ও বরগুনা থানার ওসি-তদন্ত মো. হুমায়ূন কবির।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল। স্বাগত বক্তব্য রাখেন, সিসিডির যুগ্ম পরিচালক ও রেডিও পদ্মার স্টেশন ম্যানেজার শাহানা পারভীন। কর্মশালাটি পরিচালনা করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাতিল সিরাজ। কর্মশালায় বরগুনার বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজসহ ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড