• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নোয়াখালী হাসপাতালে ছাদের পলেস্তরা খসে ৮ শিশুসহ আহত ১০

  সারাদেশ ডেস্ক

১২ জুন ২০১৯, ১০:০৮
পলেস্তারা
নোয়াখালীর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তরা খসে আহত ১০ (ছবি: সংগৃহীত)

নোয়াখালীর জেনারেল হাসপাতালের হাসপাতালের দ্বিতীয় তলার ৪নং শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তরা খসে আট শিশুসহ আহত হয়েছেন ১০ জন। বুধবার (১২ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় রোগীদের মধ্যে দেখা দিয়েছে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা। অনেকেই ইতোমধ্যে হাসপাতাল ত্যাগ করেছেন। রোগীদের শিশু ওয়ার্ড থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

আহতরা হলেন- কবিরহাট উপজেলার নলুয়া গ্রামের ইব্রাহিম (৫০), সুমাইয়া (১২), ইসমাইল (৫), সদর উপজেলার মনসাদপুর ইমাম উদ্দিন (৫), সোনাপুরের পারুল বেগম (৪৭), সুবর্ণচর উপজেলার রাসেল (১৬), সাদ্দাম (৩৫) ও রাফি (২)।

হাসপাতাল সূত্রে জানা যায়, তিন বছর আগে শিশু ওয়ার্ডসহ হাসপাতালের আরও তিনটি ভবনকে গণপূর্ত বিভাগ নোয়াখালী পরিত্যক্ত ঘোষণা করলেও এখনও সেখানে রোগীদের রাখা হয়। জায়গা সংকুলানের কারণে ঝুঁকিপূর্ণ অবস্থাতেই তাদের সেখানে সেবা দেয়া হচ্ছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. খলিলউল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বুধবার সকালে আচমকা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তরা খসে পড়ে। এ ঘটনায় আট শিশুসহ ১০ জন আহত হন। এদের মাঝে এক শিশুর অবস্থা গুরুতর।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই ওয়ার্ড থেকে রোগিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এই ঘটনা নোয়াখালী হাসপাতালে নতুন নয়। এর আগে ২০১৮ সালের ১২ জুলাই হাসপাতালের পুরনো ভবনের দ্বিতীয় তলার একটি ওয়ার্ডের ছাদ ধসে সিনিয়র স্টাফ নার্স স্বপ্না মজুমদার ও শিক্ষানবিশ নার্স রানী আক্তার নামে দুই নারী আহত হয়েছিলেন।

ওডি/এএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড