• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু জয় হত্যার ৬ আসামি জেলহাজতে

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

১১ জুন ২০১৯, ১৯:২৯
জেলহাজত
ছবি- প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়ার শিশু জয় হত্যার প্রধান আসামিসহ ৬ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) ব্রাহ্মণবাড়িয়া আদালতে ৬ আসামি হাজির হলে আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আসামীরা হলেন, প্রধান আসামি মৃত বজলু মিয়ার ছেলে মো. কুতুবুর রহমান, কুতুবুর রহমানের দুই ভাই গাউছুর রহমান ও অলিউর রহমান, জুরু হাজারীর ছেলে রিয়াদ, অলিউর রহমানের ছেলে মুন্না এবং আজিজ খন্দকারের ছেলে রুবেল।

শিশু জয় হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী মো. মোরজান মিয়া বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, নিহত জয় শহরের মেড্ডার শাহীন কবীরের ছেলে ও সে তার মায়ের সাথে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুয়ায় বসবাস করতেন। সে স্থানীয় বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। শাহীন কবীরের ২য় স্ত্রীর ছেলে জয়। জয় প্রায় সময় ঘাটুরার মিলন বাজারের কুতুবউদ্দিনের মুদিমালের দোকানে আসা যাওয়া করতো।

হত্যার ঘটনায় কিছুদিন আগে জয়কে চোর বলে অপবাদ দেয়। এই অপবাদ নিয়ে তর্কবির্তক হয়। এরই জেরে গত ২৫ এপ্রিল বিকেলে জয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রধান আসামি কুতুবুর রহমানের দোকানে নিয়ে গিয়ে শরবতের সাথে বিষ মিশিয়ে পান করিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। পরে জয়কে অসুস্থ অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জয়ের বড় ভাই ছানাউল্লাহ রনি বাদী হয়ে ৭ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা করেন। মামলার পর এজহারনামীয় আসামি ঘাটুরার মৃত বজলু মিয়ার ছেলে ওসমান মিয়াকে পুলিশ গ্রেফতার করে। বাকি ৬ আসামিকে উচ্চ আদালত অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে নিম্ন অদালতে হাজির হতে নির্দেশ দিলে আসার পর তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড