• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শরীয়তপুরে ৮৭টি ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ে চলছে শিশুদের পাঠদান

  মো.জাবেদ শেখ,শরীয়তপুর

১০ জুন ২০১৯, ১২:৫১
ঝুঁকিপূর্ণ বিদ্যালয়
শরীয়তপুরের ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় ( ছবি : দৈনিক অধিকার )

শরীয়তপুরের ছয় উপজেলার ৮৭টি ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে কোমলমতি শিশুদের পাঠদান করাচ্ছেন শিক্ষকরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব বিদ্যালয়গুলো সংস্কারে বা পুনর্নির্মাণে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। ফলে ঝুঁকিপূর্ণ এসব বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কার্যালয় সূত্রে জানা গেছে, শরীয়তপুরে জেলার ছয় উপজেলার ৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ই এমন ঝুঁকিপূর্ণ। এসব ঝুঁকিপূর্ণ কিছু বিদ্যালয়ে রিপিয়ারিং কাজ চলছে। এর মধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ১০টি, ডামুড্যা উপজেলায় ১৫টি, গোসাইরহাট উপজেলায় ৯টি, জাজিরা উপজেলায় ১০টি, ভেদরগঞ্জ উপজেলায় ২৩টি ও নড়িয়া উপজেলায় ১৯টি, বিদ্যালয় রয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, এসব বিদ্যালয়ের ভবনের বিভিন্নস্থান থেকে সুড়কি খসে পড়ছে, বারান্দার গ্রিল বেঁকে গেছে, ছাদ থেকে বের হয়ে গেছে রড, কোনোটিতে আবার দেখা দিয়েছে ফাটল। যেকোনো সময় এসব বিদ্যালয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আর ব্যবহারের অনুপযোগী এসব ভবনের কক্ষেই ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে পাঠদান চলে আসছে। কিছু বিদ্যালয়ের শিক্ষার্থীদের আবার অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

এছাড়া কিছু প্রাথমিক বিদ্যালয় টিন শেডের হলেও মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগে। সংস্কার বা পুনর্নির্মাণের অভাবে টিনশেডের কক্ষগুলো জরাজীর্ণ হয়ে এখন ব্যবহারের অনুপযোগী হয়ে রয়েছে। একটু ঝড়-বৃষ্টিতে হলেই ভিজে যায় শিক্ষার্থীসহ তাদের বই-পুস্তক, উড়ে যেতে পারে স্কুল ঘরগুলো।

১নং কাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. জালাল মল্লিক দৈনিক অধিকারকে বলেন, বিদ্যালয়টি ১৯৪০ সালে স্থাপিত হয়, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি জরাজীর্ণ হয়ে এখন ব্যবহারের অনুপযোগী হয়ে রয়েছে। এর মধ্যেয় ঝুঁকি নিয়ে চলছে পাঠদান।

ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের বিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ দৈনিক অধিকারকে বলেন, ইতিমধ্যে সদর উপজেলায় নতুন ২৮টি প্রথমিক বিদ্যালয়ের কাজ চলছে। জেলার ছয়টি উপজেলার ৮৭টি বিদ্যালয় ঝুঁকিপূর্ণ বলে তালিকাভুক্ত হয়েছে। এসব জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাবর পাঠিয়েছি। এরই মধ্যে বিদ্যালয়ের ভবনগুলো পুনঃনির্মাণ হলে লেখাপড়ার পরিবেশ ফিরে আসার পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত হবে।

ওডি/ এসএএফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড