• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

  হবিগঞ্জ প্রতিনিধি

০৮ জুন ২০১৯, ০৩:১০
হবিগঞ্জ
ছবি : দৈনিক অধিকার

হবিগঞ্জের লাখাই উপজেলায় দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত অর্ধশত লোক। শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ২৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার আমান উল্লাহপুরের বাসিন্দা লাখাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলু এবং রুহিতনশী গ্রামের বাসিন্দা উপজেলা আ. লীগের সহসভাপতি শরীফ উদ্দিন উভয়েই ঢাকায় থাকেন। সেখানে তাদের মধ্যে টাকা পাওনা নিয়ে কথা কাটাকাটি হয়। ঈদুল ফিতর উপলক্ষে গ্রামের বাড়িতে আসলে এর জের ধরে লাখাই গ্রামের বটতলা বাজারে উভয়পক্ষের লোকজনের মধ্যে ফের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে জামিরুল ইসলাম (৩৫) নামে একজন ঘটনাস্থলেই মারা যান। নিহত জামিরুল ইসলাম ওই গ্রামের সামাদ মিয়ার ছেলে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরান হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত জামিরুলের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড