• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

২৭ ঘণ্টা পর ভেসে উঠল রুয়েট শিক্ষার্থীর লাশ 

  নওগাঁ প্রতিনিধি

০৭ জুন ২০১৯, ১৯:১২
লাশ
নিহত রুয়েট শিক্ষার্থী শাফি মাহমুদ রিফাত (ছবি : দৈনিক অধিকার)

২৭ ঘণ্টা পর ভেসে উঠেছে নওগাঁ ছোট যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া শাফি মাহমুদ রিফাত নামের রুয়েটের মেধাবী শিক্ষার্থীর লাশ।

শুক্রবার (৭ জুন) ঘটনাস্থল থেকে প্রায় দেড় শত গজ দূরে ডিগ্রির মোড় খেয়া পারাপার ঘাটে বিকাল ৩টার সময় তার লাশ ভেসে উঠে।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ১টায় শাফি মাহমুদ রিফাত নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যান। ওই দিন প্রথম ধাপে বেলা আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের দুইজন ডুবুরি উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করতে না পেরে অভিযান স্থগিত করেন। শুক্রবার (৭ জুন ) সকাল থেকে পুনরায় মরদেহ উদ্ধার অভিযান শুরু করেন ডুবুরিরা। উদ্ধার অভিযানের এক পর্যায়ে শুক্রবার (৭ জুন) বিকাল ৩টার সময় ঘটনাস্থল থেকে প্রায় দেড় শত গজ দূরে ডিগ্রির মোড় খেয়া পারাপার ঘাটে রিফাতের লাশ ভেসে উঠে।

উল্লেখ্য, রুয়েটের মেধাবী শিক্ষার্থী শাফি মাহমুদ রিফাত ঈদের ছুটিতে বাড়িতে এসে বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১টার দিকে চাচাতো ভাই উল্লাসের সঙ্গে পাশেই ছোট যমুনা নদীতে গোসল করতে যান। নদীতে গিয়ে মনে তাদের ইচ্ছা জাগে সাঁতার দিয়ে নদীর ওপার যাওয়ার। সাঁতারে উল্লাস নদীর ওপার যেতে পারলেও রিফাত মাঝপথে ডুবে নিখোঁজ হয়।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড