• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈদের ছুটিতে সিরাজগঞ্জে মহাসড়কে ঝরল ৯ প্রাণ, আহত ৬৫

  সিরাজগঞ্জ প্রতিনিধি

০৭ জুন ২০১৯, ১২:০২
প্রাইভেটকার
সড়ক দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকার (ছবি : দৈনিক অধিকার)

চালকদের গাফিলতি ও বেপোরোয়া গতির কারণে ঈদের ছুটিতে সিরাজগঞ্জের মহাসড়কে ঝরে পড়েছে তরতাজা ৯ প্রাণ। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ কাটাতে যাবার সময় সিরাজগঞ্জের মহাসড়কের কয়েকটি পয়েন্টে পৃথক সড়ক দুর্ঘটনায় এ নয়জন প্রাণ হারায়। দুর্ঘটনায় প্রায় ৬৫ জন গুরুতর আহত হয়েছেন। হতাহতদের পরিবারগুলোতে ঈদ আনন্দের পরিবর্তে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কিশমত হলদীয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ফজলুল হক (৪০), একই উপজেলার তালুক সর্বানন্দা গ্রামের এলাহী বক্সের ছেলে শাহজাহান মিয়া (৩৫), কুটিপাড়া গ্রামের বুলুমিয়ার ছেলে হামিদুল ইসলাম (৪০), রংপুরের মির্জাপুরের মহুরীপাড়া মহল্লার আব্দুর রহিমের ছেলে আতাউর রহমান (৩২), নেত্রকোনা জেলার বাসিন্দা ফারুক (৪০), চন্দন (৩৮), ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার কমল ইশ্বরদী গ্রামের আব্দুল মালেকের ছেলে ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা এমারুল হোসেন (৪২) এবং প্রাইভেটকার চালক রুবেল (৪৫), কুমিল্লা লাঙ্গলকোর্ট থানার মহুয়া গ্রামের আবুল হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৫)।

পুলিশ জানায়, ঈদের আগের দিন ৪ জুন (বৃহস্পতিবার) ভোরে ঢাকা-বগুড়া রায়গঞ্জ উপজেলা দথিয়া এলাকায় ঢাকা থেকে গাইবান্ধাগামী জারিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যায়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। অপরদিকে একই দিন ঢাকা থেকে সিরাজগঞ্জগামী আঁখি পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুলিবাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা লালমণি এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি বাসই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

ঈদের দিন বুধবার দুপুর আড়াইটার দিকে ৫ জুন মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ এলাকায় একটি মুরগীবাহী মিনি ট্রাকের সাথে একটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মুরগীর ট্রাকের চালক ফারুক ও হেলপার চন্দন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই জনই মারা যান। একইদিন সকালে তবারিপাড়া এলাকায় ঢাকাগামী ডিপজল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে বাসের হেলপারসহ ৮ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর বাসের হেলপার রবিউল মারা যান।

এছাড়াও মহাসড়কের ষোলমাইল এলাকায় ঢাকাগামী আদর পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ৭ যাত্রী আহত হন। ঈদের পরদিন ৬ জুন (বৃহস্পতিবার) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উল্লপাড়া উপজেলার হরিনচড়া বাজার দ্রুতগামী একটি প্রাইভেটকার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় কারটি খাদে পড়ে যায়। এতে অগ্রনী ব্যাংক ট্রেনিং সেন্টার ঢাকার ধানমন্ডি শাখার ম্যানেজার ও চালক নিহত হন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, চালকদের গাফিলতির কারইে সড়ক দুর্ঘটনাগুলো ঘটেছে। দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড