• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুয়াডাঙ্গায় ফেনসিডিল ও মদ উদ্ধার

  দামুড়হুদা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

০৫ জুন ২০১৯, ১২:২৪
মাদকদ্রব্য
উদআর করা মাদকদ্রব্য (ছবি : দৈনিক অধিকার)

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদক বিরোধী অভিযানে ভারতীয় ফেনসিডিল ও মদ উদ্ধার করেছে বিজিবি।

বধুবার (৫ মে) ভোর রাতে পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি'র পরিচালক লে.কর্নেল ইমাম হাসান জানান,দামুড়হুদা দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মো. মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা গ্রামের দর্শনা আমবাগান নামক স্থান থেকে ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

এদিকে অপর এক অভিযানে,দামুড়হুদার বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সীমান্তবর্তী বাজিতপুর গ্রামের একটি লিচুবাগান নামক থেকে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

অন্য আরেক অভিযানে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঝাডাঙ্গা গ্রামের ঝাঝাডাঙ্গা মাঠ নামক স্থান হতে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ২১ বোতল মদ উদ্ধার করে। উদ্ধারকৃত ভারতীয় ফেনসিডিল ও মদের অনুমানিক মূল্য এক লক্ষ দশ হাজার পাঁচশত টাকা বলে বিজিবি জানায়। ফেন্সিডিল এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তে জমা দেওয়া হয়েছে বলেও বিজিবি জানায়।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড