• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈদে ছাত্রলীগের উদ্যোগে সাঁকো নির্মাণ

  বরগুনা জেলা প্রতিনিধি

০৫ জুন ২০১৯, ১১:০৭
সাঁকো
ছাত্রলীগের উদ্যোগে তৈরি সাঁকো (ছবি : দৈনিক অধিকার)

বরগুনার পাথরঘাটায় ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে স্বেচ্ছা শ্রমের কালমেঘায় একটি খালের ওপরে সাঁকো নির্মাণ করেছে।

বুধবার (৫ জুন) ঈদের নামাজের আগে কালমেঘা ইউনিয়ন ছাত্রলীগ ওই ইউনিয়নের কালীবাড়ি গ্রামে সাঁকো নির্মাণ করা হয়।

জানা গেছে, গত ৩০ মে আবরার আহমেদ মিজান নামে একটি ছেলে ফেসবুকের গ্রুপে একটি পোস্ট দেয়। পরে ওই পোস্টটি কালমেঘা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সবুজ হাওলাদারের নজরে আসে। পরে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সবুজ হাওলাদার ও সাধারণ সম্পাদক রুম্মান সকল ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক ও নেতাকর্মীদের নিয়ে সকালে ঈদের নামাজের আগে একটি সাঁকো নির্মাণ করে দেন।

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সবুজ হাওলাদার বলেন, ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা নিয়ে নিজেদের অর্থ ও সেচ্ছাশ্রম দিয়ে গ্রামবাসিদের চলার পথে সাঁকো তৈরি করে দিয়েছি।

লাকাবাসীর মধ্যে থেকে হারুন মেহরাব ও হৃদয় জানায়, তাদের এই মহতি স্বেচ্ছাশ্রমে এলাকাবাসী অত্যন্ত খুশি, তাদের এই মহতী উদ্যোগ যেনো সবসময় অসহায় গ্রামের মানুষের পাশে থাকে।

বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি অনিক আদনান বলেন, পাথরঘাটা ইউনিয়ন ছাত্রলীগের কার্যক্রম দেখে তিনি অত্যন্ত খুশি। তাদের এই কার্যক্রম যেনো সবসময় অব্যাহত থাকে সেজন্য তাদের প্রতি বিনীত অনুরোধ জানান। তিনি আরও বলেন এটাই হচ্ছে একজন ছাত্রলীগের আদর্শ।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড