• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

  টাঙ্গাইল প্রতিনিধি

০৪ জুন ২০১৯, ১৩:৫৩
যানজটের প্রতিবাদে সড়কে আগুন
যানজটের প্রতিবাদে সড়কে আগুন পুড়ছে নির্বাহী ম্যাজেস্ট্রেটের গাড়ি (ছবি : দৈনিক অধিকার)

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দুইপাশে অন্তত ৫৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের প্রতিবাদে মহাসড়কের বিক্রমহাটি এলাকায় উত্তরবঙ্গগামী যানবাহন থেকে যাত্রীরা নেমে মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে দিয়েছে। এছাড়া পোশাক শ্রমিকরা ব্যাপক তাণ্ডব চালায়।

মঙ্গলবার (৪ জুন) বেলা সাড়ে ১১টায় সদর এলাকার বিক্রমহাটিতে এ আগুন দেয়ার ঘটনা ঘটে।

(ছবি : দৈনিক অধিকার)

তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন ঘর মুখো মানুষ (ছবি : দৈনিক অধিকার)

এ সময় ডিসি ও ম্যাজিস্ট্রেট তাদের বোঝানোর জন্য গেলে বিক্ষুব্ধ জনতা নির্বাহী ম্যাজেস্ট্রেট রোকনুজ্জামানের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এ অবস্থা দেখে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম যাত্রীদের সঙ্গে কথা বলতে গেলে উত্তেজিত যাত্রীরা তার গাড়িটিও ভাঙচুর করে।

এ ব্যাপারে সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলে জানান, ঢাকাগামী যানবাহন ধীরগতিতে চললেও উত্তরবঙ্গগামী যানবাহন একেবারেই বন্ধ রয়েছে। এতে করে তারাসহ অন্যান্য নারী যাত্রী ও শিশুরা চরম দুর্ভোগে পড়েছে।

টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম সরকার জানান, সকাল থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে টোলপ্লাজা বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়। পরে উত্তরবঙ্গগামী যাত্রীরা ওই এলাকায় টায়ারে আগুন দেয়।

ওডি/এসএস/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড