• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুষ্টিয়ায় কখন, কোথায় ঈদুল ফিতরের নামাজ

  কুষ্টিয়া প্রতিনিধি

০৪ জুন ২০১৯, ১২:৫৬
কুষ্টিয়া ঈদগাহ
কুষ্টিয়া ঈদগাহ (ছবি : দৈনিক অধিকার)

আজ চাঁদ দেখা গেলে কাল পবিত্র ঈদুল ফিতর। কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে এবারের ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় এ অনুষ্ঠিত হবে। সম্প্রতি কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই সভায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় ঠিক করা হয়। নামাজের ইমামতি করবেন কুষ্টিয়া আলিয়া মাদ্রাসার অব. উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল হালীম শরীফ। এছাড়া শহরের বেশ কয়েকটি ঈদগাহে ঈদের নামাজের সময় জানা গেছে।

কুষ্টিয়া ইসলামিক ফাউন্ডেশনের তথ্য মতে, চাদাগাড়া ঈদগাহে ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায়, হাউজিং এস্টেট ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, চৌড়হাস ঈদগাহে সকাল ৮টায়, মোল্লাতেঘরিয়া ঈদগাহে সকাল ৮টায়, মিলপাড়া ঈদগাহে সকাল ৮টায়, চালের বর্ডার আল-ইকরা জামে মসজিদ ঈদগাহে সকাল ৮টায়, মিলপাড়া শামসুল উলুম মাদ্রাসা ঈদগাহে সকাল ৭টায়, বড় স্টেশন সংলগ্ন ঈদগাহে সকাল ৮টায়, কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা ঈদগাহে সকাল ৮টায়, কুঠিপাড়া ঈদগাহে সকাল ৮টায়, থানাপাড়া ঈদগাহে সকাল ৭টা ৪৫ মিনিটে, রেনউইক ঈদগাহে সকাল ৮টায়, জিকে ঈদগাহে সকাল ৮টায়, পুলিশ লাইন ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, চড় আমলাপাড়া ঈদগাহে সকাল ৮টায়, আমলাপাড়া কিয়াম ছিরাতুন্নেছা ঈদগাহে সকাল ৮টায়, মঙ্গলবাড়িয়া ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, ডিসি কোর্ট ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, জিলা স্কুল ঈদগাহে সকাল ৯টায়, কমলাপুর জামে মসজিদ ঈদগাহে সকাল ৮টায়, উদিবাড়ি স্কুল ঈদগাহে সকাল ৮টায়, কবুরহাট কদমতলা ঈদগাহ, খাজানগর আদর্শ ঈদগাহে ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় এবং উদিবাড়ি চাঁদ তারা ঈদগাহে সকাল ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদ উপলক্ষে জেলাব্যাপী বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড