• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

  অধিকার ডেস্ক    ০৪ জুন ২০১৯, ০৯:৫৩

কুমিল্লা
ছবি : জেলার ম্যাপ

কুমিল্লায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মেহেদী হাসান মামুন (৩২) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (৩ জুন) সন্ধ্যায় নগরীর কালিয়াজুরি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল কালিয়াজুরি এলাকার প্রয়াত রফিকুল ইসলামের ছেলে।

নিহতের চাচাতো ভাই কামরুল হাসান বাবুল ও স্থানীয়রা জানান, শহিদ মিয়া নামে এক ব্যক্তি তার ভাই কামাল হোসেনের কাছে ৫ হাজার টাকা পেত। সোমবার সন্ধ্যায় শহিদ মিয়া পাওনা টাকার জন্য কামালকে তাগাদা দিতে থাকে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় কামালের ভাই মামুন তাদের থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে শহিদ উত্তেজিত হয়ে মামুন ও তার ভাই কামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। কামালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড