• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুমিল্লায় পুলিশের গাড়িচাপায় তিন পোশাক শ্রমিক নিহত

  কুমিল্লা প্রতিনিধি

০৩ জুন ২০১৯, ১৯:৫৬
পুলিশের গাড়ি
নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ি রাস্তার পাশে পড়ে যায় ( ছবি : দৈনিক অধিকার )

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার প্রতাপপুর রাস্তার মাথায় পুলিশের গাড়ি চাপায় তিন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নুসরাত হত্যা মালমলায় তদন্ত কর্মরকর্তা ফেনী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে বহনকারী গাড়ি এটি। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (৩ জুন) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাসিমা (৩৫), তানজিনা (৩২) ও কাজল (৩১) ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহরা স্থানীয় সিডি এক্রেলিক গার্মেন্টসের কর্মচারী। বিকালে কাজ শেষে শ্রমিকরা বাড়ি ফিরছিলেন। এ সময় মিয়াবাজার এলাকায় এলে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন পোশাক শ্রমিকের মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, বিকালে কাজ শেষে শ্রমিকরা বাড়ি ফিরছিলেন। এ সময় মিয়াবাজার এলাকায় পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের চাপা দিয়ে রাস্তার পাশে পড়ে যায়। গাড়িটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর। এতে ঘটনাস্থলেই ৩ পোশাক শ্রমিক মারা যায় ও এসময় আহত হন কয়েকজন।

ওডি/এসএএফ /এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড