• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, চিকিৎসকসহ কর্তৃপক্ষ উধাও 

  গাজীপুর প্রতিনিধি

০৩ জুন ২০১৯, ১৫:৪১
ইনসাফ হসপিটাল
ইনসাফ ডিজিটাল ডায়াগনস্টিক হসপিটাল

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ইনসাফ ডিজিটাল ডায়াগনস্টিক হসপিটালে ভুল চিকিৎসায় সাবিনা (৩৪) নামে এক প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (২ জুন) সন্ধ্যায় উপজেলার বরমী ইউনিয়নের ইনসাফ ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটালে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সাবিনা উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের আব্দুস সাহিদের স্ত্রী।

এ ঘটনায় চিকিৎসকের অবহেলার অভিযোগ করে রবিবার রাতেই এলাকাবাসী বিক্ষোভ করেন। পরে সোমবার (৩ জুন) সকালে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনার পর থেকেই হাসপাতালে তালা দিয়ে চিকিৎসকসহ কর্তৃপক্ষ পালিয়ে যায়। এর আগেও এই হাসপাতালে চিকিৎসকদের ভুল চিকিৎসায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটে।

অভিযুক্ত চিকিৎসক মুশফিকুর রহমান পলাশ হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক। সে বরমীর পাঠানটেক গ্রামের মহিদুর রহমানের ছেলে।

নিহত গৃহবধূ সাবিনার স্বামী শাহিদ জানান, ইনসাফ ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটালে স্ত্রীকে শারীরিক পরীক্ষা করানোর জন্য নিয়ে গেলে পরীক্ষা শেষে হাসপাতালের পরিচালক ডা. মুশফিকুর রহমান পলাশ জানান মা ও শিশু দুইজনেরই ঝুঁকির মধ্যে রয়েছেন তাই আজকের মধ্যে এই রোগীর সিজারিয়ান অপারেশন করতে হবে। ডাক্তারের কথায় আমি অপারেশনে রাজি হয়ে যাই বলে জানান শাহিদ।

তিনি আরও জানান, বিকালে ওই ক্লিনিকের পরিচালক ডা. পলাশ সিজারিয়ান অপারেশনের পর এক ছেলে সন্তান বেঁচে থাকলেও মায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানায়।

শাহিদ অভিযোগ করে আরও বলেন, আমি ক্লিনিকে আসার আগেই তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে উঠিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দিকে রওনা হয় ডা. পলাশ। এ সময় পথেই মারা যায় আমার স্ত্রী।

এ ঘটনা সম্পর্কে জানতে অভিযুক্ত ডাক্তার মুশফিকুর রহমান পলাশকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহিদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন মঞ্জুরুল ইসলাম জানান, চিকিৎসকের ভুলে যদি রোগী মারা যায় তাহলে অবশ্যই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড