• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিরলে ৪ পুলিশকে প্রত্যাহার

  বিরল (দিনাজপুর) প্রতিনিধি

০১ জুন ২০১৯, ১৯:২৯
দিনাজপুর
ছবি : দৈনিক অধিকার

দিনাজপুরের বিরল উপজেলায় ছাত্রলীগের সভাপতিকে লাঞ্চিত করার অভিযোগে এক এসআই ৩ কনেস্টবলকে পুলিশি দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

তারা হলেন- বিরল থানার এসআই নজরুল ইসলাম, কনস্টেবল বাবুল হক, সাগর আহম্মেদ এবং মিজানুর রহমান।

জানা যায়, শনিবার বিকাল ৩টার দিকে বিরল থানার গেইটের সামনে উপজেলা ছাত্রলীগে সভাপতি সারোয়ারুল ইসলাম রাসেলের মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করার সময় ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত কিছু যুবক একত্রিত হয়ে থানা গেইটের সামনে অবস্থান নেয় এবং পুলিশের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেয়।

এ ঘটনায় জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার ঘটনাস্থল পরিদর্শন করে, ছাত্রলীগের সভাপতি রাসেলকে লাঞ্চিত করার অভিযোগে এসআই নজরুল ইসলামসহ ওই ৩ কনেস্টবলকে তাৎক্ষণিক প্রত্যাহার করে নেয়।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেলের কাছ থেকে অভিযোগ পেয়েছি।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড