• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রধান শিক্ষককে কোপ দিয়ে আঙুল কর্তন, প্রতিবাদে মানববন্ধন

  কুড়িগ্রাম  প্রতিনিধি

০১ জুন ২০১৯, ১৭:৫২
শিক্ষার্থীদের মানববন্ধন
হামলার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন ( ছবি : দৈনিক অধিকার )

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর ছিট পাইকেরছড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম রাসেলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারী সহকারী শিক্ষক বাবলার শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী। শনিবার (১ জুন) সকালে উপজেলার সোনাহাট সেতুর পূর্বপারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার ও বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজার রহমানসহ আরও অনেকে। এ সময় মানববন্ধনে বক্তারা শিক্ষক বাবলার শাস্তি দাবি করেন।

উল্লেখ্য, গত ২৫ মে দুপুরে সহকারী শিক্ষক ইমরান হোসেন বাবলা প্রধান শিক্ষককে দা দিয়ে কুপিয়ে জখম করে। এতে প্রধান শিক্ষক রাসেলের দুই হাতের চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান। রাসেল বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার দিন এলাকাবাসী হামলাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড