• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

দীর্ঘদিন ধরে নষ্ট গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের এমআরআই মেশিন

  গোপালগঞ্জ প্রতিনিধি

০১ জুন ২০১৯, ১৪:৩৩
এমআরআই মেশিন
নষ্ট হয়ে পড়ে থাকা এমআরআই মেশিন (ছবি : দৈনিক অধিকার)

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মূল্যবান ম্যাগনেটিক রিসোর্স ইমেজিং (এমআরআই) মেশিনটি দীর্ঘ দিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। শনিবার (১ জুন) সকালে হাসপাতালে গিয়ে মেশিনটি অচল দেখা গেছে।

২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উপ-পরিচালক ডা.ফরিদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন অন্য কথা। তিনি বলেন, একটি বিশেষ পার্টস নষ্ট হওয়ায় মেশিন চালানো যাচ্ছে না। বিশেষ ওই পার্টসটি বিদেশ থেকে আনতে হবে।

এদিকে টেকনোলজিস্ট কেএম মশিউর রহমানের সঙ্গে আলাপ করে জানা গেছে- মেশিনটি এক মাসের বেশি সময় ধরে অচল। তিনি মেশিনটি নষ্ট বলতে নারাজ।

তিনি বলেন, উপ-পরিচালক সাহেব যা বলেছেন তা সঠিক নয়। এমআরআই মেশিন চালানোর জন্য যে হিলিয়াম গ্যাস প্রয়োজন হয় তা ফুরিয়ে গেছে। গ্যাস পাওয়া গেলেই মেশিন চালু করা সম্ভব হবে। ঠিকাদারের সঙ্গে চুক্তি নবায়ন না হওয়ায় হিলিয়াম গ্যাস পেতে অসুবিধা হচ্ছে।

উল্লেখ্য টেকনোলজিস্ট কেএম মশিউর রহমান একাই সিটি স্ক্যান মেশিন ও এমআরআই মেশিন পরিচালনা করেন বলে স্বীকার করেছেন।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড