• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্বশুর বাড়িতে জামাই খুন, ১ বছর পর লাশ উদ্ধার

  বাগেরহাট প্রতিনিধি

৩১ মে ২০১৯, ১২:০২
ম্যাপ
ছবি : দৈনিক অধিকার বাগেরহাট ম্যাপ

বাগেরহাটের কচুয়া উপজেলার চরকাঠি গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে খুন হওয়া জামাইয়ের লাশ এক বছর পরে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলার চরকাঠি গ্রাম থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলিমুজ্জামান মিলন ও কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো.জাহিদ হাসান এর উপস্থিতিতে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

নিহত ব্যাক্তির নাম আজিম (৩৫) ও তার বাড়ি হবিগঞ্জ বলে জানা গেছে। সে চরকাঠি গ্রামের মৃত মোহাম্মদ তালুকদারের মেয়ে রুবিনার (২২) স্বামী ছিলো। তাদের একটি ৩ বছরের কন্যা সন্তান রয়েছে।

রুবিনার মা শেফালি বেগম ও এলাকাবাসী জানান, আনুমানিক এক বছর আগে রুবিনা তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসে। বিয়ের পর থেকে রুবিনা ও তার স্বামীর সাথে বিরোধ লেগেই থাকতো। ঘটনার দিন আজিম তার স্ত্রী রুবিনাকে মারপিঠ করে শ্বশুর বাড়ির বারান্দায় বসে থাকে। ঐ সময় আজিমের স্ত্রী রুবিনা তার স্বামীকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। আঘাতে আজিম মাটিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ পড়ে থাকায় মৃত্যু নিশ্চিত ভেবে বসত ঘরের পিছনে মাটি চাপা দিয়ে রাখে।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সন্ধান পায়। পরে বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে।

কচুয়া থানার ওসি শেখ শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ঘটনাস্থলে পৌছে লাশের সন্ধান পাই। তখন থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দোষীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড