• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈদের বাজারে ফুটপাতই স্বল্প আয়ের মানুষের শপিংমল 

  হবিগঞ্জ প্রতিনিধি

৩০ মে ২০১৯, ২২:২৭
ফুটপাত
কেনাকাটার একমাত্র ভরসা ফুটপাতের অস্থায়ী বাজার (ছবি-দৈনিক অধিকার)

ঈদের বাজারে একটু দেরিতেই শুরু হয় নিম্ন ও স্বল্প আয়ের মানুষের কেনাকাটা। তাদের কেনাকাটার একমাত্র ভরসা ফুটপাতের অস্থায়ী বাজার। রাতদিন যেখানে বিক্রি হয় বাহারি রং আর ডিজাইনের পোশাক।

নবীগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ঘুরলেই চোখ পড়ে ভাসমান এই দোকানগুলোতে। কেউ ফুটপাতে আসন পেতে, কেউ বা প্লাস্টিকের হ্যাঙ্গারে ঝুলিয়ে আবার কেউবা চৌকিতে বসে। বাহারি রং আর ডিজাইনের এসব পোশাক সাইজ আর মানভেদে মিলছে ১০০ থেকে ৫০০ টাকায়। যার সবচেয়ে বেশি আকর্ষণ রয়েছে শিশুদের পোশাকে।

আব্দুল মতিন স্কয়ারের পাশের ফুটপাতে শার্ট কিনছে মহিউদ্দিন। জানালেন, এবার ধানচাষে ভালো ফলন হয়েছে কিন্তু ধানের দাম একেবারেই কম। ধান বিক্রি করে যে টাকা পেয়েছি তা ফলনের খরচ আর শ্রমিকদের মজুরি দিয়েই শেষ, আমাদের মুজুরিতো আর পেলাম না। তাই ফুটপাত থেকেই ছেলের জন্য কাপড় কিনছি।

দুপুরের কড়া রোদে ফাতেমা বেগম নামের এক গৃহিণী শেরপুর রোড হকার্স মার্কেট এলাকায় এসেছেন বাচ্চাদের পোশাক কিনতে। তিনি বলেন- সত্যি বলতে কি বাচ্চাদের পোশাক ফুটপাতেই ভাল পাওয়া যায়, এখানে অনেক কাপড় দেখে শুনে কেনা যায়।

ঈদ বাজারে কেনা-বেচা কেমন হচ্ছে জানতে চাইলে খুচরা ব্যবসায়ী মালেক মিয়া বলেন- বিক্রি এখন পুরোদমে জমে উঠেছে, সাধারণত ফুটপাতের কেনা-বেচা ২২ থেকে ২৩ রোজার পর থেকে পুরোদমে শুরু হয়। তবে বেচা-কেনা একদম খরাপ যাচ্ছেনা, সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত ভালো বিক্রি হয়।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড