• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈদে সাপ্তাহিক বন্ধের দিনেও চলবে ‌‍‍‌‌‘পাবনা এক্সপ্রেস’

  পাবনা প্রতিনিধি

৩০ মে ২০১৯, ১৩:৪৯
ট্রেন
পাবনা এক্সপ্রেস ট্রেন (ছবি : দৈনিক অধিকার)

ঈদে নির্বিঘ্নে বাড়ি ফেরার উৎসবে পাবনা থেকে রাজশাহী যাত্রী পরিবহনের উদ্যোগ নিয়েছে রেলওয়ে। তাই এ রুটে আন্তঃনগর ‘পাবনা এক্সপ্রেস’ সাপ্তাহিক বন্ধের দিন সোমবারেও চলবে। রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবদুল্লাহ-আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সূত্র জানান, ঈশ্বরদী থেকে প্রতিদিন ট্রেনটি সকাল ৫টা ৪৫মিনিটে ছেড়ে পাবনা পৌঁছাবে ৬টা ৪৫মিনিটে। এরপর পাবনা থেকে রাজশাহীর উদ্দেশে ৭টা ১৫মিনিটে ছেড়ে রাজশাহী পৌঁছাবে সকাল ৯টা ৩০মিনিটে। পরে রাজশাহী থেকে পাবনার উদ্দেশে ছেড়ে আসবে বিকাল ৫টা ১৫ মিনিটে। পাবনা পৌঁছাবে সন্ধ্যা ৭টা ২৫মিনিটে। এরপর ট্রেনটি পাবনা থেকে রাত ৭টা ৫০ মিনিটে ছেড়ে ঈশ্বরদী পৌঁছাবে রাত ৯টায়।

উল্লেখ্য, গত বছরের ১৪ জুলাই পাবনা-রাজশাহীর মধ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে আন্তঃনগর ‘পাবনা এক্সপ্রেস ট্রেন’।

এ ট্রেনটি আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর এবারই প্রথম ঈদকে সামনে রেখে ট্রেনটি তার সাপ্তাহিক বন্ধের দিনেও চলবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড