• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোপালগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার

  গোপালগঞ্জ প্রতিনিধি

২৮ মে ২০১৯, ১৩:৫৯
গোপালগঞ্জ
বেচা-কেনাই ব্যস্ত দোকানিরা (ছবি : দৈনিক অধিকার)

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে গোপালগঞ্জের ঈদের বাজারগুলো। শপিং সেন্টারগুলোতে মানুষের ভিড় রয়েছে চোখে পড়ার মতো। ঈদে পছন্দের পোশাকটি কিনতে ক্রেতারা ছুটছে এক দোকান থেকে আর এক দোকানে।

সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বিরামহীনভাবে চলছে ক্রয়-বিক্রয়। সাধ ও সাধ্যের মধ্যে থেকে ঈদ বাজারে কেনা কাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা।

এবারের ঈদ কেনাকাটায় শুধু কাপড়ের দোকানে নয়, ভিড় হচ্ছে জুতা, প্রসাধনীসহ অন্যান্য দোকানগুলোতেও। ঈদের কেনাকাটায় মার্কেটগুলোতে প্রায় সব ধরনের পণ্যই পাওয়া যাচ্ছে।

এর মধ্যে রয়েছে- শার্ট-প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবি-পাজামা, ট্রাউজার, বাচ্চাদের পোশাক, নারীদের শাড়ি, শার্ট পিস, প্যান্ট পিস, থ্রি-পিস, বেল্ট, জুতা, গেঞ্জি, লুঙ্গি ইত্যাদি।

ইন্ডিয়ান সিরিয়ালের নায়ক-নায়িকাদের নামের পোশাকগুলো এবার তেমন একটা দেখা যাচ্ছে না।

গোপালগঞ্জ শহরের বঙ্গশ্রী শাড়ী ঘরের মাহামুদ হাসান জানান, রোজার প্রথম ১০-১৫ দিন বিক্রি ছিল না বললেই চলে। তবে রোজার শেষের দিকে ক্রেতা খরা ঘুচেছে। মানুষ শুধু দেখতে আসছে না, পছন্দ ও দামে মিললে পণ্য কিনে নিচ্ছে।

সামনে আরও বিক্রি বাড়বে বলে তাদের আশা। এতদিন অনেকটা অলস সময় কাটালেও বর্তমানে কথা বলারও সময় নেই তাদের।

মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসা জান্নাত আক্তার রিক্তা বলেন, গত বারের তুলনায় এবার পোশাকের দাম অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে। এখনও কিছু ক্রয় করিনি। দেখছি পছন্দ হলে কিনব।

ক্রেতা আরিফুল হক বলেন, আমি একটা শার্ট কিনেছি। আমার কাছে পোশাকের দাম কমই মনে হয়েছে। ঈদের সময় দোকানিরা তো বেশি দামই চাইবে। আমাদেরই তো দর-দাম করে কিনতেই হবে।

এ দিকে, শুধু বিপণি বিতানই নয় ঈদের কেনা-বেচায় পিছিয়ে নেই জুতা ও কসমেটিকস দোকানিরাও।

এবারে ঈদকে ঘিরে রাস্তা ও দখলে নিয়েছেন ভাসমান হকাররা। ফুটপাতের ওপর ত্রিপল টানিয়ে বিভিন্ন পণ্য সাজিয়ে বসেছেন তারাও।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড