• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বৃদ্ধা মাকে মারধর করে রাস্তায় ফেলে আসলো ছেলে

  ময়মনসিংহ প্রতিনিধি

২৭ মে ২০১৯, ১৯:৫৪
বৃদ্ধা হাজেরা বেগম
রাস্তার পাশে রেখে আসা বৃদ্ধা হাজেরা বেগম ( ছবি : দৈনিক অধিকার )

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মায়ের ১২ কাঠা জমি লিখে নিয়ে ৮০ বছরের বৃদ্ধা মাকে মারধর করে খোলা আকাশের নিচে রাস্তায় ফেলে আসলো পাষণ্ড ছেলে। হাজেরা বেগম নামে ওই বৃদ্ধা চরম অবহেলায় রাস্তার পাশে ৩ দিন ধরে অবস্থান করছেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ইউপি সদস্য তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে ইউপি সদস্যের সহযোগিতায় ছেলেদের নামে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ওই বৃদ্ধার দুই ছেলেকে আটক করে। ঘটনাটি গফরগাঁও উপজেলার উথুরী গ্রামে ঘটে।

ওই বৃদ্ধা জানায়, দুই বছর আগে ওই বৃদ্ধার তিন ছেলের মধ্যে ছোট ছেলে সাইফুল (৪০) কৌশলে মায়ের ১২ কাঠা জমি লিখে নেয়। এরপর থেকে অপর দুই ছেলে বৃদ্ধা মায়ের প্রতি চরম অসন্তোষ প্রকাশের পাশাপাশি অসদাচারণ করে।

এ দিকে গত বৃহস্পতিবার (২৩ মে) ছোট ছেলে সাইফুল তার মাকে মারধর করে বাড়ির সামনের রাস্তায় ফেলে আসে।

এইভাবে ৩ দিন খোলা আকাশের নিচে অতিবাহিত করার পর শনিবার (২৫ মে) রাতে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সোবহান ও প্রতিবেশী কালা মিয়ার সহায়তায় বৃদ্ধা হাজেরা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। একই দিন রাতে ইউপি সদস্যের সহায়তায় ছেলেদের নামে থানায় অভিযোগ করেন ওই বৃদ্ধা মা।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খান জানান, ছেলেদের হাতে ৮০ বছরের বৃদ্ধা মা এমন নির্যাতনে শিকার হবেন ভাবতে কষ্ট হয়। হাসপাতালে গিয়ে ওই বৃদ্ধার খোঁজ নিয়েছি। পাশাপাশি বৃদ্ধার এক ছেলেসহ দুইজনকে আটক করা হয়েছে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড