• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের গুলিতে তরুণ নিহত

  কিশোরগঞ্জ প্রতিনিধি

২৭ মে ২০১৯, ১১:৫৮
মৃত্যু
ছবি : প্রতীকী

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ফুটবল খেলা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে একপক্ষের ছোঁড়া গুলিতে খোকন মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আফজাল হোসেন (২০) নামে এক তরুণ।

রবিবার (২৬ মে) সন্ধ্যায় উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটি ভরাটিয়া গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত খোকন মিয়া ভাটি ভরাটিয়া গ্রামের দয়াল মিয়ার ছেলে এবং আহত আফজাল একই গ্রামের আরজু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাটি ভরাটিয়া গ্রামের তাহের ও দয়ালের লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

রবিবার ইফতারের আগে শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে তাহেরের লোকজন খোকনের ভাতিজা মারুফকে মারধর করে৷

খবর পেয়ে খোকনসহ তার আত্মীয়রা তাহেরের বাড়িতে গেলে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে কথা কাটাকাটি সংঘর্ষে রূপ নেয়৷ তাহেরের লোকজন আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই খোকনের মৃত্যু হয়। এছাড়া আফজাল গুরুতর আহত হয়।

নিকলী থানার ওসি মো. নাসির উদ্দিন ভূঁইয়া জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে৷ আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের আটক করতে পারবো৷

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড