• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফের ১০ রোহিঙ্গাকে পুশইনের চেষ্টায় ব্যর্থ ভারত

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

২৩ মে ২০১৯, ২১:১৫
রোহিঙ্গা
রোহিঙ্গা (ছবি : দৈনিক অধিকার)

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শিশুসহ ১০ জন রোহিঙ্গাকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ মে) সকালের দিকে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর নামক গ্রামের পূর্বপাড়া সীমান্তে এবং ভারতের অংশের মতিনগর রায়ের মুড়া সীমান্তে ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানিয়েছে, ১০ সদস্যের রোহিঙ্গাদের মধ্যে, দুইজন পুরুষ ও দুইজন মহিলা এবং ছয়টি শিশু রয়েছে।

এ বিষয়ে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ইকবাল হোসেন জানান, বিষয়টি নিয়ে বিএসএফ-বিজিবির কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হওয়ার পরে বিকাল ৩টার সময় বিএসএফ রোহিঙ্গাদের ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যায়।

এ ঘটনায় সীমান্তে টহল জোরদারের পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে কসবা উপজেলার কাজিয়াতলী সীমান্ত দিয়ে ৩১ রোহিঙ্গা নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। পরে আবার তাদেরকে ভারতে ফিরিয়ে নেন তারা।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড