• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কৃষকের মেয়ের চিকিৎসক হওয়ার স্বপ্ন!

  লালমনিরহাট প্রতিনিধি

২২ মে ২০১৯, ২১:৪৮
মেধাবী ছাত্রী
মেধাবী ছাত্রী রুনা খাতুন (ছবি- দৈনিক অধিকার)

তার পরিচয় সে কৃষকের মেয়ে। দরিদ্রতা যার নিত্যসঙ্গী। সেই কিনা স্বপ্ন দেখে চিকিৎসক হবে। তবে এমন স্বপ্নের সারথি যে তার অসাধারণ মেধা। তা ইতোমধ্যেই প্রমাণ দিয়েছে মেধাবী ছাত্রী রুনা খাতুন। অভাবের যন্ত্রণা পেছনে ফেলে জেএসসি ও এসএসসি পরীক্ষায় পেয়েছে জিপিএ-৫। তার স্বপ্ন পূরণে মেধা সারথী হলেও দরিদ্রতা বড় বাধা। অর্থের অভাবে লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে তার।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া গ্রামের দরিদ্র পরিবারের সন্তান রুনা খাতুন। তার বাব মতিয়ার রহমান একজন দিনমজুর। সেই অভাবের সংসারেও দমেনি রুনা। হার মানেনি দারিদ্র্যের কাছে। নানা প্রতিকূলতার বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করেও জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখছে সে। এবারের আলহাজ সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করে রুনা।

মতিয়ার রহমান ও মোমেনা বেগমের ১ ছেলে ৪ মেয়ের মধ্যে রুনা চতুর্থ। বড় বোন রাশেদা খাতুন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেও অর্থাভাবে তাকে বিয়ে দেওয়া হয়। এবার মেধাবী ছাত্রী রুনার লেখাপড়াও অনিশ্চিত হয়ে পড়েছে।

আলহাজ সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বাবলু দৈনিক অধিকারকে বলেন, রুনা খাতুন দরিদ্র পরিবারের মেধাবী মুখ। সবার সহযোগিতা পেলে সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পোঁছাতে পারবে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড