• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈদে উত্তরাঞ্চলে নেই কোনো বিশেষ ট্রেন

  রংপুর প্রতিনিধি

২২ মে ২০১৯, ২০:২৪
রংপুর রেলস্টেশন
রংপুর রেলস্টেশন (ছবি : দৈনিক অধিকার)

ঈদ-উল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন রুটে আট জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। বিভাগীয় নগরী রংপুরের ভাগে একটিও পড়েনি এই বিশেষ ট্রেন। ফলে ঢাকা থেকে রংপুরে ঈদ করতে ঘর ফেরা মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে।

রেল সূত্রে জানা যায়, রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, নীল সাগরসহ ৪২টি আন্তঃনগর ট্রেন চলাচল করছে উত্তরাঞ্চলে। এসব ট্রেনে প্রতিদিন গড়ে ৪শ থেকে ৫শ যাত্রী যাতায়াত করেন। প্রতিটি ট্রেনে কমপক্ষে বগি থাকে নয়টি। উত্তরাঞ্চলের এসব ট্রেনে প্রতিদিন ১৬ থেকে ১৭ হাজার যাত্রী রাজধানীসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন।

রংপুর রেলস্টেশন সুপার শোভন রায় জানান, ঈদ উপলক্ষে রংপুরে এখন পর্যন্ত কোনো বাড়তি ট্রেনের সুবিধার খবর পাওয়া যায়নি। রংপুর এক্সপ্রেস এখন নয়টি বগি নিয়ে চলাচল করছে। ঈদ উপলক্ষে আলাদা বগি বাড়ার সম্ভাবনা খুবই কম।

রংপুর মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এর প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন বলেন, আট জোড়া বিশেষ ট্রেনের মধ্যে কমপক্ষে একটি ট্রেন রংপুরে দেওয়া উচিত ছিল। এতে অনেক নিম্ন আয়ের মানুষ স্বাচ্ছন্দ্যে ট্রেনে যাতায়াত করতে পারত।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড