• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুনামগঞ্জে ধানের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

  সুনামগঞ্জ প্রতিনিধি

২১ মে ২০১৯, ১৯:২৯
মানববন্ধন
ধানের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

‘কৃষক সপ্তাহ দিচ্ছে ডাক, কৃষক সমাজ রুখে দাঁড়াও’ এ প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে কৃষকদের ধানের ন্যায্য দাম নিশ্চিত করে প্রকৃত কৃষকদের নিকট থেকে সরকারের নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুর দেড়টায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন পালিত হয়। এতে কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমদের সঞ্চালনায় এ সময় বক্তব্য বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার।

এ সময় আরও বক্তব্য রাখেন, হাওরের কৃষক ও কৃষি সংগ্রামের সভাপতি নির্মল ভট্টাচার্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. রইসুজ্জামাল, ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দুর্যোধন দাস দুর্জয়, শহর সংসদের সভাপতি গৌতম দাস, জেলা সংসদের দপ্তর সম্পাদক এস এম সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, কৃষকদের ধানের ন্যায্য দাম নিশ্চিত করে প্রকৃত কৃষকদের নিকট থেকে সরকারের নির্ধারিত মূল্যে ধান ক্রয় করা, হাওরে উৎপাদিত ধানের অর্ধেক সাড়ে চার লাখ টন ধান সরকারকে কিনতে হবে। বোরো মৌসুমে ধান কিনতে হবে, বিদেশ থেকে চাল আমদানি বন্ধ করার দাবি জানান তারা। অন্যথায় কৃষকদের সকল দাবি আদায়ের লক্ষ্যে আগামীতে আরও কঠোর কর্মসূচি প্রদানেরও ঘোষণা দেন তারা।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড