• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রামে অগ্নিকাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি

  বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম

২১ মে ২০১৯, ১৮:১২
অগ্নিকাণ্ড
বাঁশখালী উপজেলার বৈলছড়ি খানবাহাদুর বাজারে অগ্নিকাণ্ড (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি খানবাহাদুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরীর মালিকানাধীন ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় সংঘটিত এ অগ্নিকাণ্ডে ১২টি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গিয়ে প্রায় দেড় কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিক সূত্রে জানা যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে চিত্ত রঞ্জনের মালিকানাধীন কসমেটিকস ও স্যান্ডেলের দোকানে আগরবাতি জ্বালানোর সময় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে তাদের ধারণা। তবে অনেকেই বলছেন বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

এ সময় আগুন মুহূর্তের মধ্যে পাশের দোকানে ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালায়। কিন্তু আগুনের লেলিহান শিখা তীব্রতর হওয়ায় মুহূর্তের মধ্যে ১২টি দোকানের মালামাল ভস্মীভূত হয়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, কাপড়ের দোকানদার বাসু দাশ, টেইলার্স দোকানদার মো. নেজাম উদ্দীন, ওষুধের দোকানদার ডা. যতিশ বাবু, কসমেটিকস এবং স্যান্ডেল দোকানদার চিত্ত বাবু, হোমিও প্যাথি দোকানদার লক্ষিপদ দাশ, স্বর্ণের দোকানদার লিটন দাশ ও হার্ডওয়্যারের দোকান দুইটি, আশিষ দাশের পানের গোডাউন, আমির হোসেনের কুলিং কর্নার ও ফ্রুটসের দোকানসহ আরও ৩-৪টি দোকানের ফটক অগ্নিকাণ্ডে পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ দিকে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে খবর পেয়ে অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার আধা ঘণ্টার মধ্যে বাঁশখালী ফায়ার সার্ভিস এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনতে টিনের ছাঁদে হাত পা কেটে প্রায় ১০-১১ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

স্থানীয় ব্যবসায়ী মো. জয়নাল উদ্দীন জানান, মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ড সংঘটিত হলে মুহূর্তের মধ্যে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। এতে ১২টি দোকানসহ আরও বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে আমাদের পরিবার চালানোর একমাত্র আয়ের উৎসগুলো পুড়ে যাওয়ায় চরম ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। ঘুরে দাঁড়াবার মতো আমাদের কোনো সহায় সম্বল নাই।

বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম প্রধান লিটন বসনু জানান, ঘটনা সংঘটিত হওয়ার আধা ঘণ্টার মধ্যে খবর পেলে আমার টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, স্থানীয় ইউপি চেয়ারম্যান কপিল উদ্দীনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড