• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুয়াকাটার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ

  আমতলী প্রতিনিধি, বরগুনা

২০ মে ২০১৯, ২১:২৬
ব্রিজটি ভেঙে যায়
আড়পাঙ্গাশিয়া নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি ভেঙে যায় (ছবি- দৈনিক অধিকার)

বেইলি ব্রিজ ভেঙে কুয়াকাটার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দেশের অন্যতম সমুদ্র সৈকতমুখী মানুষগুলো চরম বিপাকে পড়েছেন।

বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি ভেঙে যায় গত পাঁচ দিন আগে।

জানা যায়, কয়েক মাস আগে ব্রিজের মাঝখানের দুইটি প্লেট ডেবে যায়। তখন বাস মালিক ও সাধারণ মানুষের সহযোগিতায় বালুভর্তি বস্তা দিয়ে যোগাযোগ চালিয়ে আসছিল। বর্তমানে ব্রিজটি দিয়ে যোগাযোগ ঝুঁকিপূর্ণ হওযায় গত পাঁচ দিন ধরে যানচলাচল বন্ধ রয়েছে।

বরগুনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো ছগির হোসেন বলেন, ব্রিজটি মেরামতের জন্য টেন্ডার দেওয়া হলেও কাজে খুবই ধীরগতি। এতে দক্ষিণাঅঞ্চলের সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

আমতলী উপজেলা প্রকৌশলী মো. নজরুল ইসলাম দৈনিক অধিকারকে বলেন, জনগণের স্বার্থেই বেইলি ব্রিজের ঝুঁকিপূর্ণ অংশের মেরামত কাজ করা হচ্ছে। আশা করছি, খুব দ্রুত এ সমস্যার সমাধান হবে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড