• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

দিনাজপুরে বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন

  দিনাজপুর প্রতিনিধি

২০ মে ২০১৯, ১৫:৫১
বোরো ধান
বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন (ছবি : দৈনিক অধিকার)

দিনাজপুরের বিরলে চলতি মৌসুমে বোরো ধান-চাউল-গম সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়। সোমবার (২০ মে) সকাল ১০টায় উপজেলা এলএসডি চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় ধান-চাউল-গম সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এবিএম রওশন কবীর।

অফিস সূত্রে জানা যায়, বিরলে এবার বোরো মৌসুমে ২০০ মেট্রিকটন ও মঙ্গলপুরে ১৬৮ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। চাল ৬ হাজার ২৪৬ মেট্রিকটন এর মধ্যে বিরলে ৩ হাজার ৯৯৭ দশমিক ১৭০ মেট্রিকটন ক্রয় করা হবে।

বিরলে গম ক্রয় করা হবে মোট ২৪ মেট্রিকটন। তবে ধান কেজি প্রতি দাম ২৬ টাকা, গম প্রতি কেজি প্রতি ২৮ টাকা এবং চাউল প্রতি কেজি ৩৬ টাকা দরে কিনবে সরকার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এম এ লতিফ, মিল মালিক সমিতির সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোফাছেল হক ছেলু, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম জুয়েল, উপজেলা খাদ্য কর্মকর্তা হামুনুর রহমান, ওসি এলএসডি আমিরুল ইসলাম, বিশিষ্ট মিলার সাইদুর রহমান প্রমুখ।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড