• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গুইমারায় ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে বিজিবির ইফতার ও প্রীতিভোজ

  খাগড়াছড়ি প্রতিনিধি

২০ মে ২০১৯, ০৫:০০
৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী
৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে আমন্ত্রিত অতিথিরা। (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সেক্টর সদর দপ্তর গুইমারার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। রবিবার (১৯ মে) সন্ধ্যায় গুইমারা সেক্টর সদর দপ্তরে এ আয়োজন করা হয়।

গুইমারার সেক্টর কমান্ডার কর্ণেল মো. আব্দুল হাই পিএসপিজি’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কেক কেটে নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করে প্রীতিভোজে অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, দেশ মাতৃকার সম্মান রক্ষায় সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে বিজিবি। জীবন বাজি রেখে বিজিবি নিরাপদে রেখেছে বাংলাদেশের সীমান্ত। যার ফলে এখনো শত্রু মুক্ত ও নিরাপদ স্বাধীন বাংলাদেশ।

এতে বিশেষ অতিথি ছিলেন- খাগড়াছড়ি পুলিশ সুপার আহমার উজ্জামান, যামিনীপাড়া ২৩ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. মাহমুদুল হক, রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. তরিকুল হাকিম পিএসসি, খেদাছড়া বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহসহ বিজিবি-সেনাবাহিনীর বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রীতিভোজে অংশ নেয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড