• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝোপঝাড়ের আড়ালে ডাকাতি, পরিষ্কারে নেমেছে পুলিশ

  সোনারগাঁও প্রতিনিধি

১৮ মে ২০১৯, ১১:০৭
ঝোপঝাড়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝোপঝাড় পরিষ্কার করছে পুলিশ কর্মকর্তা (ছবি : দৈনিক অধিকার)

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর এলাকায় ঝোপঝাড় থাকায় ডাকাত দলের সদস্যরা আড়ালে থেকে বাসে ডাকাতি করে।

শুক্রবার (১৭ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও থানার উদ্যোগে ঝোপঝাড় পরিষ্কারে নামে।

উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া মেনীখালী ব্রিজের নিজ থেকে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সংযোগ সড়ক পর্যন্ত ঝোপঝাড় পরিষ্কার করতে নামেন সোনারগাঁও থানা পুলিশের এসআই আবুল কালাম আজাদ।

এসআই আবুল কালাম আজাদ বলেন, মহাসড়কের পাশের ঝোপঝাড়ে রোড ডাকাত ও ছিনতাইকারীরা ওঁৎ পেতে থাকে। যখনই যানজট সৃষ্টি হয় তখনই ডাকাতি কিংবা ছিনতাই করে দৌড়ে এসে ঝোপে আশ্রয় নেয়। কিন্তু মানুষ তখন ছিনতাইকারী বা ডাকাতদের ধরতে ঝোপের ভিতরে ঢুকতে সাহস পায় না। আর পবিত্র রমজান মাসে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়। ইতিমধ্যে আমরা ৫ রোড ডাকাতকে গ্রেফতার করেছি। ছিনতাই ডাকাতি রোধে আমরা মহাসড়কের পাশে ঝোপঝাড়গুলো পরিষ্কার করছি।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড