• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিয়ের এক মাসেই লাশ হলেন নববধূ 

  ঠাকুরগাঁও প্রতিনিধি

১৭ মে ২০১৯, ২০:৪৭
বালিডাঙ্গী
বালিয়াডাঙ্গী থানা ভবন ( ছবি : দৈনিক অধিকার )

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিয়ের একমাস অতিবাহিত হতে না হতেই মুঠোফোনে স্বামীর সাথে ঝগড়া করে বাবার বাড়িতেই প্রাণ দিয়েছেন মাহামুদা আক্তার (১৮) নামে এক নববধূ।

শুক্রবার (১৭ মে) বিকালে উপজেলার চাড়োল ইউনিয়নের দোগাছি মধুপুর গ্রামে নববধুর বাবার বাড়ির রান্না ঘর থেকে ওই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মাহামুদা ওই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।

নববধূর ফুফা মসলিম উদ্দিন জানান, গেল একমাস আগে আনুষ্ঠানিকভাবে সদর উপজেলার চুনিহারী গ্রামের আব্দুল করিমের সঙ্গে বিয়ে হয় মাহামুদার।

শুক্রবার দুপুরে মুঠোফোনে কথা বলেন নব-দম্পত্তি। কথা বলা শেষে ওই নববধূর স্বামী করিম তার শ্বশুরকে মুঠোফোনে জানান, আপনার মেয়ে আমাকে আত্মহত্যার হুমকি দিয়েছে। জামাইয়ের মুখে এমন কথা শুনে মেয়েকে খুঁজতে থাকেন তিনি। এক পর্যায় রান্না ঘরে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেন মোহাম্মদ আলী।

বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নববধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন এবং মুঠোফোনের আলাপ তদন্ত করলে মৃত্যুর আসল কারণ বলা যাবে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড