• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কালিহাতীতে ১ হাজার ৪০ টাকা মণে ধান সংগ্রহ শুরু

  কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

১৭ মে ২০১৯, ১৪:৩৮
টাঙ্গাইল
কালিহাতী খাদ্য গুদামে ধান সংগ্রহ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন (ছবি: দৈনিক অধিকার)

টাঙ্গাইলের কালিহাতীতে সরকারীভাবে ১ হাজার ৪০ টাকা মণে ধান সংগ্রহ শুরু হয়েছে। শুক্রবার (১৭ মে) সকাল ১১ টায় কালিহাতী খাদ্য গুদামে উক্ত কর্মসূচীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রীনা পারভীন, কালিহাতী পৌর মেয়র ও কালিহাতী চাল কল মালিক সমিতির সভাপতি আলী আকবর জব্বার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুক্তা রানি সাহা ও শ্রমীক নেতা সিদ্দিকুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিহাতী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা।

এ সময় কালিহাতী খাদ্য গুদামে সরকারীভাবে উপজেলার ধুনাইল গ্রামের মৃত শুকুর উদ্দিন মুন্সির ছেলে সামছুল হক (৫৫) ১ হাজার ৪০ টাকা মণে ধান বিক্রি করতে পেরে সন্তোষ প্রকাশ করে সরকারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ওডি/এএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড