• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কলসিন্দুর স্কুলে আগুন: কর্তৃপক্ষের মামলা দায়ের

  ময়মনসিংহ প্রতিনিধি

১৬ মে ২০১৯, ১২:২৭
ময়মনসিংহ
আগুনে পুড়ে যাওয়ার পর বাকি অংশ (ছবি : সংগৃহীত)

ময়মনসিংহে কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন দেয়ার ঘটনার দুই দিনের মাথায় অবশেষে মামলা করেছে স্কুল কর্তৃপক্ষ। বুধবার (১৫ মে) দিনগত রাত দেড়টার দিকে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন মিয়া বাদী হয়ে ধোবাউড়া থানায় এ মামলা দায়ের করেন।

এ দিকে, বাংলাদেশে নারী ফুটবলার তৈরির আঁতুড় ঘর কলসিন্দুরের মারিয়া-সানজিদাদের গর্বের এ শিক্ষা প্রতিষ্ঠানে আগুনের ঘটনায় নড়েচড়ে বসেছে ময়মনসিংহ জেলা প্রশাসনও। ইতোমধ্যেই জেলা প্রশাসক (ডিসি) ড. সুভাষ চন্দ্র বিশ্বাস ও জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন বিদ্যালয়টি পরিদর্শন করেছেন।

তবে, কারা বিদ্যালয়ে আগুন দিল এ ঘটনায় এখনও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। তারা প্রাথমিকভাবে চারটি বিষয়কে সামনে রেখে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ মোল্লা এ সত্যতা নিশ্চিত করে জানান, মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে আসামি করা হয়নি। অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েই পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। বিদ্যালয়ের ভেতরের কেউ এ ঘটনা ঘটিয়েছে না কী বাইরের কেউ ঈর্ষান্বিত হয়ে আগুন দিয়েছে এমন চারটি বিষয়কে সামনে রেখে তদন্ত চলছে। প্রকৃত রহস্য উদঘাটনে আমাদের জোর প্রচেষ্টা চলছে।

এর আগে মঙ্গলবার (১৪ মে) ভোরে কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার অফিস কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা। তারা আলমারিতে থাকা বিদ্যালয়ের শিক্ষকদের সনদপত্র, মেয়েদের খেলার সার্টিফিকেট, মেডেল, রেজুলেশন বই, কারিগরি শাখার কাগজপত্রসহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে পুড়িয়ে দেয়। এতে দেশের নারী ফুটবলার শামসুন্নাহার জুনিয়র, রোজিনা ও সাজেদার বিভিন্ন খেলায় অর্জন করা মেডেল ও সনদপত্রও পুড়ে যায়। পরে বিষয়টি নিয়ে গোটা দেশেই তোলপাড় সৃষ্টি হয়।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড