• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছাতকে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

পুলিশসহ আহত ৩৫

  অধিকার ডেস্ক

১৫ মে ২০১৯, ০২:২১
সুনামগঞ্জ
ছবি : দৈনিক অধিকার

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতকে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়াও পুলিশসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ মে) রাতে ছাতক পৌর শহরের জালালিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। নিহতের নাম শাহাব উদ্দিন (৫০)। সে জেলা শ্রমিক লীগের কর্মী বলে জানা গেছে। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন শাহাব উদ্দিন। তিনি ছাতক পৌর এলাকার আব্দুস সোবাহানের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যবসা সংক্রান্ত বিষয়ে বেশ কিছুদিন ধরে ছাতক পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী ও তার ছোট ভাই আওয়ামী লীগ নেতা শামীম চৌধুরীর মধ্যে দ্বন্দ্ব চলছিল।

এরই জেরে মঙ্গলবার রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে কালাম ও শামীমের সমর্থকরা। দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় গুলিবিনিময় হয়। এ সময় শ্রমিক লীগের এক কর্মী গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের প্রায় ৩৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ছাতক পৌর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

ওডি/এমএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড