• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আড়াইহাজারে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

  আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

১৪ মে ২০১৯, ১৫:৪১
সংঘর্ষে আহত
সংঘর্ষে আহত নারী ( ছবি : দৈনিক অধিকার )

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ মে) সকালে উপজেলার খাগকান্দা ইউনিয়নের মোহনপুর গ্রামে এই ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোহনপুর গ্রামে নুরুল ইসলামের লোকজনের সঙ্গে একই গ্রামের ফারুক মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

মঙ্গলবার সকালে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উভয় পক্ষের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

এ ব্যাপারে খাগকান্দা ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জানান, পুর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড