• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শুনেই কোরআন মুখস্ত করলেন দৃষ্টি প্রতিবন্ধী জামাল

  নওগাঁ প্রতিনিধি

১২ মে ২০১৯, ২২:০৯
জামাল উদ্দীন
জামাল উদ্দীনকে কোরআন তেলাওয়াত শুনিয়ে সাহায্য করেছেন স্থানীয় এক মাওলানা (ফাইল ফটো)

নওগাঁর পরশা উপজেলার নিতপুর ইউনিয়নের কুলাডাংগা গ্রামের জামাল উদ্দীন জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী। বয়স ৪৬। বাহ্যিক দৃষ্টি না থাকলেও তার অন্তরদৃষ্টি প্রখর। শুনেই মুখস্ত করলেন পবিত্র কোরআন। তাকে কোরআন তেলাওয়াত শুনিয়ে সাহায্য করেছেন স্থানীয় এক মাওলানা।

জামাল উদ্দীনের বাবা ইউছুফ আলী। ১৩ ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি এক কন্যা সন্তানের বাবা।

জামাল উদ্দীন জানান, তিনি কিছুদিন মসজিদে ঈমাম হিসেবে চাকরি করেছেন। দৃষ্টি না থাকায় চাকরি চলে যায়। এরপর সংসার চালানোর জন্য জমানো টাকা দিয়ে পশু পালন শুরু করেন। এতে সুবিধা করতে না পেরে শুরু করেন বয়লার মুরগির ব্যবসা। বর্তমানে এ ব্যবসা দিয়েই চলছে সংসার। দৃষ্টি প্রতিবন্ধী হলেও তিনি এখন সফল।

তিনি আরও জানান, তার বাবার ১৩ ছেলে-মেয়ের মধ্যে দুই ছেলে দৃষ্টি প্রতিবন্ধী। তার বড় ভাই প্রতিবন্ধী ভাতা পেলেও তিনি পান না। এ নিয়ে তার আক্ষেপ নেই। তিনি পরিশ্রম করে রোজগার করতে পছন্দ করেন। প্রতিবন্ধী হয়ে সমাজে বোঝা হয়ে থাকতে চান না। উপার্জন করা অনেক সম্মানের কাজ বলে তিনি মনে করেন। এ জন্য তিনি সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে বিশেষ প্রশিক্ষনের মাধ্যমে ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিশ্চিত করার আবেদন জানান এবং বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিতে চান।

ওডি/এমআর

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড